কেন্দ্রীয় কার্যালয় কলকাতার ডানলপের কাছে গড়ে ওঠা মহামিলন মঠে ভক্তমণ্ডলী সম্প্রদায়ের বর্তমান আচার্য ও সর্বাধীশ বিঠঠল মহারাজের জন্মদিন পালনে সম্প্রদায়ের পক্ষে মূল উদ্যোগ নেন কিঙ্কর প্রিয় চট্টোপাধ্যায়, কোষাধ্যক্ষ কিঙ্কর শিবা নন্দ, মঠাধ্যক্ষ ড: শোভন ভট্টাচার্য, সহ মঠাধ্যক্ষ কিঙ্কর অরবিন্দ, কর্মাধ্যক্ষ দীপক দেবনাথ।