রমজান মাসের প্রথম দিনেই ধরা পড়লো বাজার চড়া দাম – G Tv { Go Fast Go Together)
রমজান মাসের প্রথম দিনেই ধরা পড়লো বাজার চড়া দাম

রমজান মাসের প্রথম দিনেই ধরা পড়লো বাজার চড়া দাম

Reported By:- Masud Rana

৩০ টাকার শসা ৫৫ টাকা কেজি! ৩ টাকার লেবু ৬ টাকা! হ্যা, রমজান মাসের প্রথম দিনে এমনই চিত্র ধরা পড়লো মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। শুক্রবার সামসেরগঞ্জের বাসুদেবপুর বাজারে পৌঁছে গিয়েছিলাম আমরা। সেখানেই কার্যত ফলমূলের বাজারে আগুন লক্ষ করা যায়। রমজান মাস পড়তেই ফলমুলের বাজারে যেন আগুন লেগেছে।কালোবাজারির ছোঁয়ায় রমজান মাসের শুরুতেই কার্যত চরম সমস্যায় রোজাদাররা। রোজার আগের মুহূর্তে ফলের দাম কম থাকলেও রোজা পড়তেই তা কার্যত ডবলে পৌঁছে গিয়েছে। রমজান মাস পড়তেই ফলমূলের বাজারে কার্যত আগুন। কলা, শসা, আপেল কিংবা খেজুর। যাবতীয় ফলমূলের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ রোজাদাররা। মুর্শিদাবাদের জঙ্গিপুর মহুকুমার বিভিন্ন ফলের বাজারে কার্যত আগুন লাগে।কালোবাজারির বিরুদ্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন রোজাদাররা। রমজান মাসের প্রথম দিনে বাসুদেবপুর বাজারে ফলমূলের দাম যথাক্রমে:

শসা: ৫০ থেকে ৬০ টাকা কেজি
কাগজি লেবু: ৫ থেকে ৬ টাকা পিস
কলা: ৪০ থেকে ৪৫ টাকা কেজি
তরমুজ: ২০ থেকে ৩০ টাকা কেজি
মৌসুমী: ৮০ টাকা কেজি
আপেল: ১৫০ থেকে ১৬০ টাকা কেজি
। কেজি প্রতি ৫-১০ টাকা দাম বেড়েছে খেজুরেরও।

যদিও ব্যবসায়ী এবং বাসুদেবপুর পাইকারী সবজি মার্কেট কমিটির দাবি, অন্যান্য বারের তুলনায় তুলনামূলক খুবই কম বেড়েছে ফলমূলের দাম।

Leave a Reply

Translate »