প্রকাশিত হল বইবন্ধু’-র বৈশাখী সংখ্যা কিশোরবন্ধু – G Tv { Go Fast Go Together)
প্রকাশিত হল বইবন্ধু’-র বৈশাখী সংখ্যা কিশোরবন্ধু

প্রকাশিত হল বইবন্ধু’-র বৈশাখী সংখ্যা কিশোরবন্ধু

Reported By:- News Desk

‘কিশলয় ইভেন্টস অ্যাণ্ড অ্যাডভারটাইজমেন্টস’-এর পরিচালনায় এবং ‘বইবন্ধু পাবলিকেশনস অ্যাণ্ড বুকসেলার্স প্রাইভেট লিমিটেড’-এর আয়োজনে আজ সন্ধ্যায় কলকাতার ‘বিড়লা অ্যাকাডেমি অব আর্ট অ্যাণ্ড কালচার’-এর অনুষ্ঠান কক্ষে উন্মোচিত হল ১৩ জন পৃথক লেখক লেখিকার ১৩ টা মৌলিক গ্রন্থ সহ সমুদ্র বসু ও সুদীপ দেবের সম্পাদনায় ‘বইবন্ধু’-র কিশোর বার্ষিকী সংখ্যা ‘কিশোরবন্ধু’।

১৩ জন লেখক লেখিকার পৃথক গ্রন্থ প্রকাশ, বৈশাখী সংখ্যা রূপে ‘কিশোরবন্ধু’-র আত্মপ্রকাশের পাশাপাশি অনুষ্ঠানের অঙ্গ রূপে আজ অনুষ্ঠান মঞ্চ থেকে ‘বইবন্ধু সাহিত্য সম্মান ২০২৩’-এর বিভিন্ন বিভাগে ‘সেরা বই’-এর খেতাব পেল ‘পত্রভারতী’ থেকে প্রকাশিত ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়-এর ‘আলোর মানুষ’, ‘সেরা পাঠক’ রূপে সম্মানিত হলেন দিব্যেন্দু পাল, ‘সেরা লেখক’ রূপে সম্মানিত হলেন সমুদ্র বসু এবং ‘সেরা প্রচ্ছদ শিল্পী’ রূপে সম্মানিত হয়েছেন সৌরভ মিত্র।

‘বইবন্ধু’-র তরফ থেকে শিবশঙ্কর চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন, “বাংলা নববর্ষের প্রাক্কালে আজ একসাথে ২১ টা গ্রন্থ প্রকাশের ইচ্ছা থাকলেও যন্ত্রের যন্ত্রণা-র কারণে ১৩ টা গ্রন্থ প্রকাশ সম্ভব হল। আশা করছি বাকি গ্রন্থগুলো নববর্ষের আগেই লেখক লেখিকাদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে।”

আজকের অনুষ্ঠানের প্রথমদিকে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সৌরভ মুখোপাধ্যায়ের “ভেলকুনমামা রিটার্নস”, পার্থ দে-রে “একবার বলো, উত্তম গল্প”, রাজশ্রী বসু অধিকারীর “সমীকরণ” সহ আরো ১১ টা গ্রন্থের লোকার্পণ সমারোহ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Translate »