প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদান নির্ণয় শিবির - G Tv { Go Fast Go Together)
প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদান নির্ণয় শিবির

প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদান নির্ণয় শিবির

Reported By:-  অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া

গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত ' আমতা দীপকল্যাণ রিহ্যাবিলিটেশন সোসাইটি ' - র ব্যবস্থাপনায় " ভারতীয় কৃত্রিম অঙ্গ নির্মাণ নিগম " " অ্যার্টিফিশিয়াল লিম্বস্ ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া " - " এলিমকো " - র আঞ্চলিক বিপনন কেন্দ্র কলকাতা - র উদ্যোগে " ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড " - র পূর্বাঞ্চলীয় পাইপলাইন,মৌড়ীগ্ৰাম আই . ও. সি. এল. - ই. আর. পি. এল- এর সি. এস. আর কার্য্যক্রমের অন্তর্গত দিবাঙ্গদের ও বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে সহায়ক যন্ত্র এবং সরঞ্জাম প্রদানের উদ্দেশ্যে সনাক্তকরণ শিবির দুই দিন ব্যাপী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হল গ্ৰামীণ হাওড়া জেলার আমতা ২ নং ব্লকের ' বেতাই জয়ন্তী অ্যাথেলেটিক ক্লাব ' ময়দান প্রাঙ্গণে।

দুই দিন ব্যাপী এই শিবিরে গ্ৰামীণ হাওড়া জেলার আমতা,জয়পুর, উদয়নারায়ণপুর, বাগনান,শ্যামপুর, উলুবেড়িয়া, জগৎবল্লভপুর এবং হুগলি জেলার খানাকুল, জাঙ্গীপাড়া থেকে আর্থ সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া দিবাঙ্গজন ও বয়স্ক ব্যক্তিরা শারিরীক নানান প্রতিবন্ধকতার সমস্যা সমাধানের জন্য উপস্থিত হয়েছিলেন। দুই দিন ব্যাপী এই শিবিরে উপস্থিত ৩০০(তিনশত) জন দিবাঙ্গজন ও বয়স্ক ব্যক্তিদের স্ব স্ব প্রয়োজনীয় ট্রাই সাইকেল, হুইলচেয়ার,সি.পি চেয়ার,অর্থসিস,কলিপার সু, হেয়ারিং এড,ক্রাচ,আই.ডি কিট,ব্লাইন্ড স্টিক,স্মার্ট ফোন,এল.এস.বেল্ট,চশমা, ওয়াকিং স্টিক খুব শীঘ্রই প্রদান করা হবে বলে জানালেন ' আমতা দীপকল্যাণ রিহ্যাবিলিটেশন সোসাইটি ' - প্রতিষ্ঠাতা ও সম্পাদক অতনু হাজরা ও ফাল্গুনী হাজরা।

Leave a Reply

Translate »