Reported By : News Desk
২৯ শে জানুয়ারি, রবিবার, মুর্শিদাবাদের ডোমকল ব্লকের 12 নম্বর জুরানপুর জিপিতে কেন্দ্রীয় টিম সন্ধ্যা বেলায় অডিট করতে যায়। আর সেখানে প্রধানের দুর্নীতির কথা প্রকাশ করে সাধারণ জনগণ। আর তারই জেরে আজ সকালে জুরানপুর হাটের কাছে এক ব্যক্তিকে আঘাত করে প্রধানের বাহিনী। এমনটাই অভিযোগ আহত ব্যক্তির। জানা যায়, ওই আহত ব্যক্তির নাম উহাব আলি সেখ (৫৭)। তার বাড়ি কুশা বাড়িয়া গ্রামে।