Skip to content
ফরওয়ার্ড ব্লকের অবস্থান-বিক্ষোভ স্বাস্থ্য বিধি লংঘন

ফরওয়ার্ড ব্লকের অবস্থান-বিক্ষোভ স্বাস্থ্য বিধি লংঘন

বৃহস্পতিবার অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে বীরভূম জেলা শাসক দপ্তরের সামনে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে। কিন্তু বর্তমান করোনাকালে এই অবস্থান বিক্ষোভে বিক্ষোভরত কর্মী সমর্থকদের মুখে মাস্ক নেই। এমত অবস্থায় মুখে মাস্ক না থাকা নিয়ে প্রশ্ন করা হলে অনেকেই উত্তর দেন ভুলে গেছেন অথবা অন্যকিছু। যা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে এই ঘটনার পর লক্ষ্য করা যায় কর্মী সমর্থকদের মুখে মাক্স পড়ার নির্দেশ দেন বিক্ষোভ মঞ্চের নেতৃত্ব দেওয়া ব্যক্তি।

প্রসঙ্গত এ দিন তারা বিক্ষোভে বসেছেন কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে, রাজ্য সরকারের খামখেয়ালীপনা ইত্যাদির বিরুদ্ধে।

Leave a Reply

error: Content is protected !!