ফের শুরু হলো গঙ্গা ভাঙ্গন

ফের শুরু হলো গঙ্গা ভাঙ্গন

Reported By: Masud Rana

YouTube Link:

মঙ্গলবার নতুন করে গঙ্গা ভাঙ্গনের দেখা মিলল সামসেরগঞ্জের বোগদাদ নগর অঞ্চলের এলাকায়। প্রায় নদীগর্ভে বিলুপ্ত হয়ে গেল আস্ত একটি বাড়ি। হই হই করে গঙ্গা গর্ভে পড়ে গেল সাধারণ মানুষের বাড়ি। অন্যদিকে ঘটনায় রিতিমতো উদ্বেগ ছড়িয়ে পড়ে এলাকায়। একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে গঙ্গা গর্ভে নেতা-মন্ত্রীরা পরিদর্শনে আসছেন পরিদর্শন করে যাচ্ছেন পরিদর্শন করে এসে কিছুই হচ্ছে না । আর কতদিন চলবে তাদের জীবন যাপন এইভাবে সেই নিয়ে প্রশ্ন জাগছে সাধারণ মানুষের তাদের দাবি পুনরায় পাথর দিয়ে নয়। বোল্ডার নির্মাণ করা হোক না হলে। পুরো শামসেরগঞ্জ টায় মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যাবে অন্যদিকে সাত সকালে ভাঙ্গনের ফলে কার্যতর রীতিমতো আতঙ্কিত হয়ে যায় এলাকাবাসী।

Leave a Reply

error: Content is protected !!