বন্ধু প্রকাশ ও সুতপা চৌধুরীর মার্ডার কেসের রায় নিয়ে এবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ আধিকারিক সুরিন্দর সিং - G Tv { Go Fast Go Together)
বন্ধু প্রকাশ ও সুতপা চৌধুরীর মার্ডার কেসের রায় নিয়ে এবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ আধিকারিক সুরিন্দর সিং

বন্ধু প্রকাশ ও সুতপা চৌধুরীর মার্ডার কেসের রায় নিয়ে এবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ আধিকারিক সুরিন্দর সিং

Reported By : Binay Roy
১ লা সেপ্টেম্বর, শুক্রবার, জেলা পুলিশ আধিকারিক সুরিন্দর সিং সাংবাদিক বৈঠক করে বললেন, আজকের সাংবাদিক বৈঠকটি ডাকা হয়েছে পুলিশ অফিসারদের সততা, সহযোগিতা, পরিশ্রম ও টিম ওয়ার্ককে ধন্যবাদ জ্ঞাপন করতে। গত এক সপ্তাহের মধ্যে আমরা দেখেছি আমাদের জেলা জজকোর্টে দুটো মার্ডার কেস (বন্ধু প্রকাশ ও সুতপা চৌধুরীর মার্ডার কেস) -এর শুনানিতে মূল অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছে এবং মাননীয় কোর্ট তাদের ফাঁসির সাজা ঘোষণা করেছেন। জানা যায়, বন্ধু প্রকাশের খুনের মামলায় I.O. ছিলেন গোবিন্দ বিশ্বাস, বর্তমানে তিনি লালবাগ থানার সাব ইন্সপেক্টর এবং সুতপা চৌধুরীর খুনের মামলায় I.O. ছিলেন অনিমেষ মুখার্জী, তিনি বর্তমানে সালার থানার অফিসার ইনচার্জ। এই দুজন I.O. যেভাবে তদন্ত করেছেন তা যথেষ্ট প্রশংসনীয়। উল্লেখ্য, সেখানে একটা অংশ ছিল সাইন্টিফিক এভিডেন্স যা এই মামলা দুটোকে প্রমাণ করতে ভীষণ ভাবে কার্যকর হয়েছে। এছাড়া এই কেস দুটোতে অনেক নিত্যনতুন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এগুলির মধ্যে অন্যতম হল Right blocker। এছাড়া রয়েছে ফরেনসিক রিপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ইলেকট্রনিক্স এভিডেন্স।

Leave a Reply

Translate »