বহরমপুরে বস্তি উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে, ঘটনাস্থলে উপস্থিত হলেন অধীর চৌধুরী। উল্লেখ্য সোমবার বহরমপুর যক্ষা হাসপাতালের ভিতরে অবৈধ্য নির্মান ভেঙে গুড়িয়ে দেয় জেলা প্রশাসন। ফলে অনেক বস্তিবাসী গৃহহীন হয়ে পড়েন। বস্তিবাসীদের অসহায় অবস্থা দেখে তাদের পাশে এসে দাঁড়ান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন অধীর বাবুকে পেয়ে বস্তিবাসীরা তাদের ক্ষোভ উগরে দেন। এদিন অধীর বাবু বলেন, যারা বস্তি উচ্ছেদ করেছে তাদের উচিৎ ছিল পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করা। আমি এখানকার প্রশাসন ও রাজ্য সরকারের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব। তার জন্য কয়েকদিন সময় চেয়েছেন তিনি। পাশাপাশি অধীর বাবু বস্তিবাসীদের বলেন, এবার উচ্ছেদ করতে আসলে আপনারা দলবদ্ধ ভাবে বুলডেজারের সামনে শুয়ে উচ্ছেদ রুখে দিন। এদিন অধীর বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কর্মীরা।