স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ রোগীদের – G Tv { Go Fast Go Together)
স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ রোগীদের

স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ রোগীদের

Reported By :- Dibbendu Goswami

 

 

‘কুকুরেও খাবে না’ সুলতানপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ রোগীদের

তালিকা অনুযায়ী খাবার না দেওয়া, খাবারের গুণগত মান একেবারেই খারাপ এবং ওষুধপত্র পাওয়া যাচ্ছে না এই অভিযোগে বুধবার বীরভূমের সিউড়ি ২ নং ব্লকের পাঁরুই থানার অবিনাশপুরের সুলতানপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখালেন রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা।

রোগী এবং রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, তালিকাতে মাছ ডিম থাকলেও সেই মাছ ডিম দেওয়া হচ্ছেনা রোগীদের। এছাড়াও সকালে একটি রুটি চার ভাগে ভাগ করে রোগীদের দেওয়া হচ্ছে। পাশাপাশি সব খাবার জলের মতো, যে খাবার কুকুরেও খাবে না।

এর পাশাপাশি রোগী এবং রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে ওষুধ পাওয়া যাচ্ছে না। সামান্য প্যারাসিটামল ওষুধ বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে।

প্রসঙ্গত এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ওপর অবিনাশপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষেরা চিকিৎসার জন্য নির্ভরশীল। এমত অবস্থায় গ্রামের একটি মাত্র স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা ঠিকঠাক না মেলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো রকম মুখ খুলতে চাননি।

Leave a Reply

Translate »