Reported By:- Binoy Roy
ওয়েস্ট বেঙ্গল কোর্টস এমপ্লয়েস এসোসিয়েশন এর পক্ষ থেকে মুর্শিদাবাদের বহরমপুরের জেলা আদালতে আজ দ্বিতীয়বারের মতো কর্মীতির ডাক দিল। তাদের দাবি উচ্চ আদালতের রাই মেনে AICPI অনুযায়ী DA প্রদান করতে হবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি দপ্তরের শূন্য পদে স্বচ্ছ ভাবে স্থায়ী নিয়োগ করতে হবে। এই দুই দাবিতে আগেও আজকে ২ ঘন্টার কর্মবিরতি ও মিছিল এর আয়োজন করা হয়েছিলো। তার পরে ও কতৃপক্ষ কোন বেবস্থা নেননি। আজ সারাদিন পেন ডাউনের পথে হাঁটতে চলেছেন। এর পরেও যদি তাদের দাবি গুলি না মেনে নেওয়া হয়। এর পরে আরোষজোরাশো আন্দলেনঃর পথে হাটবেন।