Skip to content
বহরমপুর থানার সামনে টোটো চালকদের প্রতিবাদ

বহরমপুর থানার সামনে টোটো চালকদের প্রতিবাদ

Reported By : Binay Roy ২০ শে জানুয়ারি, শুক্রবার, বহরমপুর শহরে আগাম কোনো নোটিশ ছাড়াই টোটো গাড়ি আটক করা হচ্ছে। পাশাপাশি জরিমানা বাবদ দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। গত দিন কয়েক আগে থেকে এখনও পর্যন্ত বেশ কিছু টোটো গাড়ি আটক করেছে মুর্শিদাবাদ আরটিও। মূলত এরই প্রতিবাদে আজ বহরমপুর থানায় হাজির হয়ে প্রতিবাদ জানায় কয়েক হাজার টোটো চালক। তাদের দাবি, অবিলম্বে আটক করা গাড়িগুলো ছাড়তে হবে, তা নাহলে শহরে কোনো গাড়িই চলতে দেওয়া যাবে না। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবিলম্বে টোটো ইউনিয়ন ও চালকদের নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন জেলা শাসক সহ জেলা আর.টি. ও. দপ্তর। সব মিলিয়ে এই মুহুর্তে শহরে টোটো গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো দুর্ভোগের শিকার হতে হচ্ছে নিত্যযাত্রী, পথ চলতি জনসাধারণকে। পাশাপাশি শহরবাসীর দুরবস্থার বিষয়টি মাথায় রেখে যে টোটোগুলি বর্তমানে চলাচল করছে সেগুলো চালানোর অনুমতি দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অবিলম্বে এই বিষয়ে জেলা শাসকের নির্দেশ অনুসারে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

error: Content is protected !!