২৪ শে অক্টোবর, সোমবার, বহরমপুর শহরের নিমতলা রক্ষাকালী পুজো কমিটির কালীপূজো এবারে খুব ধুমধাম সহকারে পালন করা হচ্ছে। গত দু'বছর করোনা আবহে সেভাবে পুজো করা সম্ভব হয়নি। সোমবার সন্ধ্যায় ওই পুজোর উদ্বোধন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী। ওই পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, পুজোর মাধ্যমে তারা দর্শনার্থীদের কিছু বার্তা দিতে চেয়েছেন। বর্তমানে মুর্শিদাবাদ জেলা জুড়ে ডেঙ্গুর প্রকোপ চলছে। তাই সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে তারা বদ্ধ পরিকর। তাই ডেঙ্গু সচেতনতা বাড়াতে মানুষকে বিভিন্ন রকম কথা জানানো হয়েছে। পুজো দেখতে এসে তারা যেন কিছুটা হলেও সচেতন হন তাহলে তাদের প্রচেষ্টা সার্থক হবে।