Reported By : News Desk
২০ শে ডিসেম্বর, মঙ্গলবার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যোগ্য ব্যক্তিদের ঘর পাওয়ার দাবি, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রদান, ১০০ দিনের কাজ চালু করার পাশাপাশি দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ার দাবিতে বহরমপুর বিডিও অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাল বহরমপুর ব্লক কংগ্রেস কমিটি। মঙ্গলবার দুপুরে ওই বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপিও দেওয়া হয় বহরমপুর বিডিওকে। মূলত কংগ্রেস আমলে চালু হওয়া সমস্ত প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে চলছে দুর্নীতি। সেই সমস্ত দুর্নীতি অবিলম্বে বন্ধ করে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এদিন ওই কর্মসূচি গ্রহণ করা হয় বহরমপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে।