Reported By : Binay Roy
২ রা ডিসেম্বর, শুক্রবার, বহরমপুর শহরের ওয়াই এম এ ময়দানে শুরু হয় অনুষ্ঠান। বাংলা মোদের গর্ব এই শীর্ষককে কেন্দ্র করে রাজ্যের প্রতিটি জেলায় নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। জানা যায়, এটি চলবে আগামী ৪ তারিখ পর্যন্ত। জেলা প্রশাসনের সাহায্য নিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান করা হচ্ছে। প্রধানত বাংলার ঐতিহ্য ও শিল্পকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করতেই এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মোট ২৪ টি স্টলে বাংলার হস্তশিল্প, কারুকলা, কৃষি শিল্পের নানা দিক তুলে ধরা হয়েছে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি জেলার বাইরে থেকেও শিল্পীরা উক্ত অনুষ্ঠানে অংশ নেন। রাত পর্যন্ত চলবে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান।