Reported By : News Desk
বহরমপুর, ২৯শে নভেম্বর: ১৯৭২ সালে ডক্টর প্রীতি গুপ্তের হাত ধরে বহরমপুরে প্রতিষ্ঠিত হয়েছিল সংস্কৃতি চর্চার অন্যতম প্রতিষ্ঠান রবীন্দ্র মেলা ।শহরের শুভ বুদ্ধি সম্পন্ন সাংস্কৃতিক মানুষজনের এখানে ওঠা বসা ।দীর্ঘদিন ধরেই সংগঠনের কোন কক্ষ ছিল না। ২০১৭ সালে রবীন্দ্র মেলার তৎকালীন সম্পাদক ড: চন্দ্রানী সেন গুপ্ত 'গীতাঞ্জলি' আবাসনে রবীন্দ্র মেলাকে একটি কক্ষ দান করেন এবং একটি বর্ণাঢ্য মিছিল রবীন্দ্র সদন থেকে পদযাত্রা সহযোগে গীতাঞ্জলি আবাসনে এসে পৌঁছলে সেখানে কক্ষটির উদ্বোধন করেন তৎকালীন সভাপতি ডক্টর মৃণাল চক্রবর্তী।