Reported By : News Desk
৭ ই মে, রবিবার, মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ চার যুবককে গ্রেপ্তার করলো। শনিবার রাতেই সামসেরগঞ্জের চশকাপুর সংলগ্ন পাকুড় রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোহম্মদ ফারুক আহমেদ, মোহম্মদ লিনারুদ্দিন,সালমান হোসেন তালুকদার এবং আকবর শেখ। তাদের মধ্যে ফারুক ও লিনারুদ্দিনের বাড়ি মনিপুর রাজ্যে। সালমানের বাড়ি আসাম এবং আকবরের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়।
ধৃতদের কাছ থেকে ৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। রবিবার ধৃতদের আদালতে পাঠিয়ে হেফাজতে নেবে পুলিশ। ইয়াবা ট্যাবলেট কারবারের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না তা তদন্ত করে দেখছে।