Reported By:- Masud Rana
৮ মাসের সম্পর্ক, বিয়ে করার দাবিতে ধর্নায় বসলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার টিকটিকি পাড়া এলাকায়। জানাযায় আট মাস আগে থেকে সম্পর্ক রয়েছে সাদ্দাম হোসেনের সঙ্গে মর্জিনা খাতুনের। কিন্তু সাদ্দাম ও বিবাহিত সেই কারণে সাদ্দামের পাশের বাড়ির এক প্রতিবেশীর সঙ্গে বিয়ে দেয় মর্জিনার, কিন্তু তার সঙ্গেও টিকেনি সংসার। আজ সাদ্দামকে বিয়ে করার দাবিতে বাড়ির সামনে ধর্নায় বসলেন মর্জিনা খাতুন নামে ওই মহিলা। স্থানীয় সূত্রে জানা যায় মর্জিনার এর আগেও বিয়ে হয়েছিল দুই সন্তানও রয়েছিল, সাদ্দাম কে তৃতীয় বিয়ে করার দাবি। তারপরেই শুরু হয় গন্ডগোল তারপরে হাতাহাতি, অবশেষে পরিস্থিতি সামাল দেয় ডোমকল থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।