ভাঙা টুকরো টালির উপর ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমতার যুবক - G Tv { Go Fast Go Together)
ভাঙা টুকরো টালির উপর ছবি এঁকে  ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমতার যুবক

ভাঙা টুকরো টালির উপর ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমতার যুবক

Reported By : অভিজিৎ হাজরা
১৬ ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, হাওড়ার সুব্রত কাঁড়ার আধ ভাঙা টালি দেখে কিছু সৃষ্টি করার ইচ্ছা জেগেছিল।আধভাঙা টালি থেকে ৩ থেকে ৫ সেন্টিমিটার করে ৩০ টি টুকরো করে নিয়ে তার উপর আঁকা হয় ছবি।৩০ টি ভাঙা টুকরো টালির উপর মনীষী ও স্বাধীনতা সংগ্ৰামীর ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে গ্ৰামীণ হাওড়া জেলার আমতা ১ নং ব্লকের ছোটমহড়া গ্ৰাম নিবাসী সুব্রত কাঁড়ার। ইতিমধ্যেই নিজের হাতের স্বীকৃতি স্বরুপ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের পাঠানো মেডেল, শংসাপত্র,ব্যাজ,আই কার্ড সহ বিভিন্ন উপহার হাতে পেয়েছে সুব্রত কাঁড়ার।

সুব্রত কাঁড়ার এই প্রসঙ্গে জানান, ' নিজের আঁকা ১২০ মিনিটে ৩০ টি ছবি ৩০ টি ৩ থেকে ৫ সেন্টিমিটার টুকরো টালির উপর এঁকে গত ৪ ঠা জানুয়ারি ২০২৩ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠানোর পর গত ১৭ ই জানুয়ারি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ আমাকে আমার হাতের কাজের স্বীকৃতি দেয়।ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের পাঠানো মেডেল, শংসাপত্র, ব্যাজ, আই কার্ড সহ বিভিন্ন উপহার আমি পেয়েছি ' ‌। আগামী দিনে আরো ও রেকর্ডস করার ইচ্ছা আছে বলে জানান সুব্রত কাঁড়ার।

Leave a Reply

Translate »