ভারত বাংলাদেশের সেক্টর স্তরের সীমান্তে বৈঠক – G Tv { Go Fast Go Together)
ভারত বাংলাদেশের সেক্টর স্তরের সীমান্তে বৈঠক

ভারত বাংলাদেশের সেক্টর স্তরের সীমান্তে বৈঠক

Reported By : Masud Rana ২৬ শে ডিসেম্বর, সোমবার, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন সমস্যা ও দুদেশের মৈত্রীর সম্পর্ক অটুট রাখতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সেক্টর স্তরের সীমান্তে বৈঠক অনুষ্ঠিত হয়। নদীয়ার গান্ধিনা বিওপির এল এ সি অর্থাৎ দুই দেশের জিরো পয়েন্টে এক অস্থায়ী শিবিরে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক ওই বৈঠকে প্রতিনিধিত্ব করেন বি এস এফের বহরমপুর সেক্টরের ডি আই জি রাজেশ কুমার মিশ্র ও বর্ডার গার্ডস বাংলাদেশের কুষ্টিয়া সেক্টর কমান্ডার উপমহাপরিচালক এমারত হোসেন। ওই বৈঠকে বহরমপুর সেক্টরের অধীন বিএসএফের ১৪১, ৮৬ ও ৮৪ নং ব্যাটেলিয়নের সিও এবং উচ্চ পদস্থ আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। একই সাথে বাংলাদেশের ৪৭ নং ব্যাটেলিয়নের আধিকারিকেরাও যোগ দেন এদিনের বৈঠকে। মূলত অনুপ্রবেশ, পাচার, আন্তর্জাতিক সীমা অধিগ্রহন, দুই দেশের চর এলাকার কৃষকদের চাষবাস সহ সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের নানান সমস্যা ছাড়াও নদীয়া ও মুর্শিদাবাদ জেলার প্রায় ১৭ টি বিএসফ ক্যাম্পের আওতায় থাকা বিভিন্ন এলাকার সীমান্তের নানান সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়। আলোচনা হয় সীমান্ত সুরক্ষা নিয়েও। বৈঠক শেষে বাংলাদেশের সেক্টর কমান্ডার জনাব ইমারত হোসেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদশের স্বাধীনতা আন্দোলনে ভারতের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে দুই দেশের অটুট বন্ধুত্ব পালনে সে দেশের সেনাবাহিনীর নিষ্ঠাভর প্রচেষ্টার উল্লেখ করেন। অন্যদিকে বহরমপুর সেক্টরের ডি আই জি রাজেশ কুমার মিশ্র জানান, দুই দেশের সীমান্ত এলাকার জরুরী বেশ কিছু বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

Leave a Reply

Translate »