Reported By : News Desk
১৭ ই ডিসেম্বর, শনিবার, ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের জলঙ্গীর ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষপাড়া, ফরাজিপাড়া, মুরাদপুর এলাকার মানুষের চর-উদয়নগর এবং চর ফারাজিপাড়া কলোনীতে পারাপারের রাস্তা খোলা হয়। শনিবার ১৪১ নাম্বার বিএসএফ ব্যাটেলিয়নের Commandant Nagendra Singh Rautela এবং ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ আলি ও মেম্বার রফিকুল ইসলাম বাবুর প্রচেষ্টায় ওই পারাপারের রাস্তা খোলা হয়। জানা যায়, জলঙ্গীর ঘোষপাড়া ৩ নম্বর পয়েন্টের পারাপারের রাস্তা দীর্ঘ ছয় বছর বন্ধ রাখেন বিএসএফ। তাতে এলাকার সাধারণ মানুষকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যার কথা জনপ্রতিনিধিদের মাধ্যমে ১৪১ নাম্বার বিএসএফ ব্যাটেলিয়নের Commandant Nagendra Singh Rautela কে জানালে বেশ কয়েকটি আলোচনার পর সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিএসএফের সাথে সাধারণ মানুষের সু-সম্পর্ক গড়তে সাধারণ মানুষের অনুরোধ রাখেন ১৪১ নাম্বার বিএসএফ ব্যাটেলিয়ন। আজ আনুষ্ঠানিকভাবে বিএসএফ এবং এলাকার মানুষ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে খোলা হয় ওই পারাপারের রাস্তা। বিএসএফ এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ জন।