ভোটের দিন ঘোষণার অপেক্ষায় থেমে থাকলে না বিজেপি প্রার্থী গৌরী শংকর ঘোষ । ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বিজেপির প্রচার ভোট ডোমকলে। ভরদুপুরে জোরকদমে প্রচারে বিজেপি প্রার্থী গৌরী শংকর ঘোষ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শংকর ঘোষের সমর্থনে ভোট প্রচারের পাশাপাশি ডোমকলে খোলা হল নির্বাচনী কার্যালয়।
গৌরী শংকর ঘোষ বলেন:- এবার মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও বিজেপিকে প্রচুর পরিমাণে ভোট দেবে। CAA প্রসঙ্গে তিনি বলেন:- CAA নিয়ে বিরোধী বাম, কংগ্রেস, তৃণমূল অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।