বহরমপুরে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম – G Tv { Go Fast Go Together)
বহরমপুরে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম

বহরমপুরে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম

Reported By:- Binoy Roy

লোকসভা নির্বাচনের জন্য আমরা সমস্ত জায়গাতে প্রস্তুত আমরা সারা বছর কাজ করি সারা বছর সরকার মুখ্যমন্ত্রী জেলায় জেলায় এসে সমস্ত কাজ করে চলেছেন আমরা মানুষের পাশে রয়েছি আমাদের অর্গানাইজেশনে ভোট নিয়ে বাড়তি কিছু নেই আমরা সবসময় তৈরি আছি পার্টি যেটা নির্দেশ দেবে সেই কাজ আমরা করব। অশোকনগরের বিধায়কের বিতর্কিত মন্তব্যের জন্য ফিরহাদ হাকিম বলেন এটা কিছুই না তৃণমূল আমরা সম্মানে করি এটা আমাদের তৃণমূল কংগ্রেসের করা সম্মানের বিষয় তৃণমূল কংগ্রেস করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি এটা আমাদের অহংকার এই অহংকার নিয়েই আমরা বেঁচে আছি কে কি বলেছে আমাদের জানা নেই আমরা বিশ্বাস করি অশোকনগরের বিধায়ক নারায়ন সে আদর্শ নিয়ে চলে একজন লোক অন্যায় করা মানে তৃণমূল কংগ্রেস অন্যায় করা নয় একজন লোক চুরি করা মানে তৃণমূল লোক চুরি করে নয় বিজেপিও কিছু সংবাদ মাধ্যম তারা সেটাকে প্রচার করে এবং সেটাতে বিভ্রান্ত করে মানুষকে। কিছু রাজনীতি আছে যারা সারা জীবনের জন্য রাজনীতি করে চলেন এবং কিছু রাজনৈতিক আছে অন্যায় করার জন্য চুরি করার জন্য পলিটিক্স করে। কি ভাষা বিরোধী দলনেতা আমাদের নেত্রীর উপর আক্রমণ করছেন জমিদার বলার এটা মডেল কোড অফ কন্ডাক্ট এর মধ্যে আঘাত করে না বিজেপি যেহেতু পরাজিত হচ্ছে তাই এগুলো নির্বাচন কমিশন কে হারাসমেন্ট করা হচ্ছে। বিজেপির যেহেতু পায়ের তলাতে মাটি নেই সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে শাজাহান শিবু এবং উত্তমের অন্যায় করেছে। কিন্তু এখন যেগুলো হচ্ছে সেটা সন্দেশখালিতে আতঙ্কে সৃষ্টি করা হচ্ছে আতঙ্ক সৃষ্টি করে বিজেপি যারা সন্দেশখালিতে ছিল না এই শিবুদের বিরুদ্ধে তখন আমরা সন্দেশখালি জিতছিলাম 2011 সালে ২০১৬ তে সন্দেশখালি সিপিএম জিতেছিল বা 2021 এ আমরা জিতেছি আমাদের কর্মীদের উপর আতঙ্ক সৃষ্টি করছে এগুলো একটি বাহানা মাত্র। রাজ্য পুলিশকে চার্জ পর্যন্ত করতে দেওয়া হয়নি এখন মোদি সরকার যেটা করেছে এজেন্সি দিয়ে বিরোধীদের উপর হামলা করা হচ্ছে। আমরা সবাই ডিসিপ্লিন সোলজার হুমায়ূন একটি মাথা গরম হয়, কালকে আমি বলেছি যে শান্ত কাজ করলে অনেক দূর এগোনো যায়। হুমায়ুন কোভিদ কি কালকে আমি বলেছি কিন্তু সমস্যা থাকে সেটা দলের মধ্যে ভাইয়ে মিটাতে হবে এগুলো বাইরে বলা উচিত নয়। বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের জন্য যা করেছে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের জন্য বাংলা মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি শাজাহান উত্তমদের অন্যায় করা মানে তৃণমূলের সবারই অন্যায় করা নয় কটাক্ষ করে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম

Leave a Reply

Translate »
Call Now Button