Skip to content
মণিপুরের ঘটনার প্রতিবাদ জানাতে মুর্শিদাবাদ জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের শপথ গ্রহণ

মণিপুরের ঘটনার প্রতিবাদ জানাতে মুর্শিদাবাদ জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের শপথ গ্রহণ

Reported By : Binay Roy
৩১ শে জুলাই, সোমবার, নারী জাতি পণ্য নয়, তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে জানে। সোমবার মণিপুরের ঘটনার প্রতিবাদ জানাতে এই শপথ গ্রহণ করল মুর্শিদাবাদ জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। এদিন দুপুরে বহরমপুর শহরের ব্যারাক স্কোয়ার ময়দানের পাশে প্রতিবাদ সভাও করে। সভা মঞ্চ থেকে মণিপুরের ঘটনায় প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়। জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শাহনাজ বেগম বলেন, গোটা দেশ জুড়ে মণিপুরের নক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। অথচ কেন্দ্রের পক্ষ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। আমরা প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছি। ঘটনায় জড়িত দোষীদের কঠোর শাস্তির হোক চাইছি।

Leave a Reply

error: Content is protected !!