সীমান্তে বিএসএফের গুলিতে মৃত এক পাচারকারী – G Tv { Go Fast Go Together)
সীমান্তে বিএসএফের গুলিতে মৃত এক পাচারকারী

সীমান্তে বিএসএফের গুলিতে মৃত এক পাচারকারী

Reported By : Masud Rana
৩১ শে জুলাই, সোমবার, সীমান্তে বিএসএফের গুলিতে মৃত এক পাচারকারী। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের জলঙ্গী থানার সরকারপাড়া এলাকায় বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর। মৃত ব্যক্তির নাম মোমিন সেখ,তার বাড়ি রানিনগর থানার খাসতালুক জিন্নাতপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়,রবিবার গভীর রাতে সরকারপাড়া সীমান্ত এলাকা দিয়ে পাটের জমির আড়ালে গরু পাচার করার সময় বিএসএফ জানতে পেরে তাদের তাড়া করে। সেই সময় বিএসএফকে লক্ষ্য করে পাল্টা বোমাবাজি করে গরু পাচারকারীরা বলে বিএসএফ সূত্রে খবর। সেই সময় বিএসএফ আত্মরক্ষার জন্য গুলি চালায়। আর তাতেই মোমিন সেখ নামের একজন গরু পাচারকারীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়ে সোমবার সকালে। তারপর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সাদিখাঁরদেয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরে সেখান থেকে দেহ জলঙ্গী থানায় নিয়ে আসা হয়। পরে দেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে মু্র্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জলঙ্গী থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল এসডিপিও সহ জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও মৃতের স্ত্রী দাবি করেন, দুদিন থেকে রাখাল হিসেবে গরু পাচার করতে গিয়েছিল। এর আগে কেরালায় কাজ করতো বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ।

Leave a Reply

Translate »