Skip to content
মনোনয়ন পত্র জমা SUCI (C)-র

মনোনয়ন পত্র জমা SUCI (C)-র

Reported By:- News Desk

SUCI (C)-র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড মাহাফুজুল আলম ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড সামিরুদ্দিন কর্মীদের সাথে নিয়ে মিছিল করে নমিনেশন ফাইল করতে যাচ্ছেন ---- উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির অফিস সম্পাদক কমরেড বকুল খন্দকার, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড শিবাজী সরকার, কমরেড দেবাশিষ চক্রবর্তী, কমরেে আনিসুল আম্বিয়া, কমরেড মনিরুল ইসলাম সহ শতাধিক কর্মী সমর্থকবৃন্দ। এদিন বহরমপুর মহারাণী কাশশ্বরী গার্লস স্কুলের সামনে জমায়েত হয় তারা। এবং সেখান থেকে জেলা প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল করে নমিনেশন জমা দেন জেলার দুটি কেন্দ্রের প্রার্থী।

Leave a Reply

error: Content is protected !!