মাতৃশক্তি শারদ সম্মানে কার মাথায় উঠলো সেরার সেরা মুকুট – G Tv { Go Fast Go Together)
মাতৃশক্তি শারদ সম্মানে কার মাথায় উঠলো সেরার সেরা মুকুট

মাতৃশক্তি শারদ সম্মানে কার মাথায় উঠলো সেরার সেরা মুকুট

Reported By: News Desk

মাতৃশক্তি শারদ সম্মান ২০২২ এই বছর ৮ বছরে পূর্ণ হল আশা রাখছি গত আট বছর আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতায় আমরা মাতৃশক্তি শারদ সম্মানের হাত ধরে আপনাদের কাছে পৌঁছেছি। করোনার মতো মহামারী এবং নানা বাধা বিঘ্ন পেরিয়ে মাতৃশক্তি শারদ সম্মান আজ এক এবং অনন্য। মাতৃশক্তি শারদ সম্মান ২০২২ এই বছরে আমাদের সাথে প্রায় তিনশোর বেশি পুজো যুক্ত হয়েছে। শুধুমাত্র শহরতলী নয় জেলায় জেলায়ও আমাদের মাতৃশক্তি পৌঁছে গিয়েছিল। আমরা এই ৩০০ পুজো থেকে তিনটি রাউন্ডে প্রতিযোগিতার পর বেছে নিয়েছি মোট 12 টি বিভাগকে। এছাড়াও বিচারকের পছন্দ ছিল বেশ কয়েকটি পুজো প্যান্ডেলেও।


1. মাতৃশক্তি বছরের সেরা সেরা পেয়েছে টালা প্রত্যয় 2. সেরা প্রতিমায় পুরস্কৃত হয়েছে চোরবাগান । 3. সেরা আলোক সজ্জায় বেলেঘাটা 33 পল্লী। 4. সেরা মন্ডপ হিসেবে এবারের পুরস্কৃত হয়েছে হরিদেবপুর আদর্শ। 5. সেরা পরিবেশ সচেতনতায় পুরস্কৃত হয়েছে রাজডাঙ্গা নব উদয় সংঘ। 6. সেরা ভাবনায় বেহালা বুড়ো শিবত… 7. কম বাজেটে সেরা পুজো পল্লী উন্নয়ন সমিতি। 8. উদ্ভাবনায় সেরা কাশি বোস লেন। 9. সেরা সৃজনশীল চিন্তায় লালা বাগান সর্বজনীন। 10. নিরাপত্তায় সেরা দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি। 11. সামাজিক কাজে সেরা বিবেকানন্দ মিলন সংঘ। 12. সেরা আবাসনে এ বছর এসবিপিএস ওয়াটার ভিউ রেসিডেন্ট। এছাড়াও বিচারকের পছন্দ ছিল আরো নানা পুজো। নলিন সরকার স্ট্রীট, শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি, শ্যামাপল্লী শ্যামা সংঘ, জে কে গার্ডেন অ্যাসোসিয়েশন অফ এপার্টমেন্ট ওনার্স, ট্যাংরা যুবক সংঘ, ফুলবাগান আঞ্চলিক সর্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা কমিটি, জাগরী, পাতিপুকুর সরকারি আবাসন শারদ উৎসব, এজি ব্লক দুর্গোৎসব।

Leave a Reply

Translate »