মাধ্যমিকে মুর্শিদাবাদ জেলার প্রথম এবং দ্বিতীয় যমজ ভাই - G Tv { Go Fast Go Together)
মাধ্যমিকে মুর্শিদাবাদ জেলার প্রথম এবং দ্বিতীয়  যমজ ভাই

মাধ্যমিকে মুর্শিদাবাদ জেলার প্রথম এবং দ্বিতীয় যমজ ভাই

Reported By:- News Desk

মাধ্যমিকে ২০২৩-র ফল প্রকাশ হল। পরীক্ষায় ফল ভালো হলেও জেলায় দশমের মধ্যে স্থান হয়নি কারোর। তবে জেলায় সম্ভাব্য মাধ্যমিকে মুর্শিদাবাদ জেলার প্রথম এবং দ্বিতীয় যমজ ভাই। জেলার মধ্যে সম্ভাব্য প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী কান্দির যমজ ভাই। দাদা অরুনাভ দাসের প্রাপ্ত নম্বর ৬৮২ এবং ভাই অভিষেক দাসের প্রাপ্ত নম্বর ৬৮০। আগামী দিনে দুই ভাই ডাক্তার হতে চাই।
পরিবারের সদস্য ৪ জন, বাবা, মা এবং দুই ভাই। তারা কান্দির ১৪ নম্বর ওয়ার্ডের ছাতিনাকান্দির বাসিন্দা। পরিবারের বক্তব্য, দুই ভাইয়ের মধ্যে ছোট থেকেই পড়াশোনার ক্ষেত্রে প্রতিযোগিতা হয়। যমজ দুই ভাই অরুনাভ দাস ও অভিষেক দাস কান্দি রাজ হাইস্কুলের ছাত্র। ছোট থেকেই দুই ভাই খুব মেধাবী। কখনও দাদা অরুনাভ কখনও ভাই অভিষেক এগিয়ে থাকে। বাবা পশু চিকিৎসক এবং মা গৃহবধূ। মা দুই সন্তানের পড়াশোনার পুরো দেখাশোনা করেন। ফলাফলে দেখা যায় অরুনাভ দাস পেয়েছে ৬৮২ এবং অভিষেক দাস পেয়েছে ৬৮০ নম্বর। দুই সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত পরিবার ও আত্মীয়। মা শারদা দাসের বক্তব্য, আগামী দিনে দুই ছেলে যে বিষয় নিয়েই পড়বে, পাশে থাকবে তারা। জন্মের সময় তাদের এক মিনিটের ব্যবধান ছিল কিন্তু জীবনের প্রথম বোর্ডের পরীক্ষায় তাদের ২ নম্বরের ফারাক হল। দুই ছাত্রের এমন সাফল্যে উচ্ছ্বসিত কান্দি রাজ হাইস্কুলের শিক্ষক ও শিক্ষিকারা। ওনারা এই দুই ভাইকে আগামী দিনের শুভেচ্ছা জানালো।

Leave a Reply

Translate »