মাস্ক ও স্যানিটাইজার দিয়ে সাধারন মানুষকে সচেতন করল ফার্মাসি পড়ুয়ারা

মাস্ক ও স্যানিটাইজার দিয়ে সাধারন মানুষকে সচেতন করল ফার্মাসি পড়ুয়ারা

আগামীকাল ফার্মাসি ডে। তাই আজ দুবরাজপুর ব্লকের বাঁধেরসোলের বীরভূম ফার্মেসী স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা দুবরাজপুরের আশ্রম মোড়ের কাছে ৪৪০ জন মানুষকে মাস্ক ও স্যানিটাইজার প্রদান করেন। পাশাপাশি তাঁরা এদিন করোনা সচেতনতার বার্তাও দেন। কিভাবে স্যানিটাইজার ব্যবহার করতে হবে এ বিষয়ে এদিন প্রত্যেক পথচারীকে বোঝানো হয়। বীরভূম ফার্মেসী স্কুলের টেকনিক্যাল এসিসটেন্ট অসিতবরণ দাস জানান, আমরা আজ এখানে এসেছি পথ চলতি মানুষদের সচেতন করার জন্য। পাশাপাশি কোভিড প্রোটোকল মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সচেতনত করা হল। অন্যদিকে বীরভূম ফার্মেসী স্কুলের পড়ুয়া শুভ দাস জানান, আজ আমরা ৪৫০ জন মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলাম।

Leave a Reply

error: Content is protected !!