মুক্তি পেয়ে গেলো মিরাজ ফিল্ম প্রোডাকশন নিবেদিত বাংলা ছবি এবার খেলা হবে - G Tv { Go Fast Go Together)
মুক্তি পেয়ে গেলো মিরাজ ফিল্ম প্রোডাকশন নিবেদিত বাংলা ছবি এবার খেলা হবে

মুক্তি পেয়ে গেলো মিরাজ ফিল্ম প্রোডাকশন নিবেদিত বাংলা ছবি এবার খেলা হবে

Reported By : News Desk
৩রা অক্টোবর, মঙ্গলবার, মুক্তি পেয়ে গেলো মিরাজ ফিল্ম প্রোডাকশন নিবেদিত বাংলা ছবি এবার খেলা হবে। সমাজের নানা নেতিবাচক কাজকে বন্ধ করতে বিশেষ লড়াই এর মধ্যে দিয়ে তৈরি হয়েছে ছবির গল্পটি। মহম্মদ দাউদ হোসেনের পরিচালনায় পুজোর আগে একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে এলো এই ছবি এবার খেলা হবে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিরাজ এবং সুনন্দিনী। প্রবীণ এবং নবীন অভিনেতাদের সংমিশ্রণে তৈরি ছবিটি জুড়ে রয়েছে বহু সচেতনতামূলক বার্তা যা সমাজকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে। এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছে মিরাজ যার এই ছবিতে বিপ্লবের নামে চরিত্র। পাঁচ টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা দিয়ে খ্যাতি অর্জন করা একজন প্রত্যন্ত গ্রামের চিকিৎসকের ছেলে সে। তার সাথে গ্রামেরই এক প্রতাপশালী মস্তানের মেয়ে প্রেমের সম্পর্ক তৈরি হয়। নাম রিয়া। নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সুনন্দিনী। একজন অহংকারী মহীয়সী নারী যার সাথে অর্থ ক্ষমতা এবং প্রতিপত্তিই একমাত্র সম্বল। তার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে বিপ্লব। বহু বাধা প্রতিকূলতা কাটিয়ে শেষমেষ একে অপরের সাথে সারা জীবন থাকতে পারলো কি না। সেই নিয়ে ছবির গল্প। সাথে ছবিটি জুড়ে রয়েছে বর্তমান সময়ে প্রভাব খাটিয়ে গ্রাম অঞ্চল জুড়ে কি ভাবে মানুষদের ঠকানো হচ্ছে। কিভাবে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের এবং সততার জয় হয় সেই তথ্যও তুলে ধরা হয়েছে ছবি জুড়ে। এবার খেলা হবে বাংলা ছবিতে মূলত তিনটি গান রয়েছে। সংগীত পরিচালনা করেছেন দেবাশীষ ব্যানার্জি এবং কৃষ্ণা মুখার্জি। ছবির শুটিং হয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। এদিন কলকাতার নজরুল তীর্থে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়ে গেলো দাউদ হোসেনের পরিচালিত বাংলা ছবি এবার খেলা হবে। এদিন ছবির সমস্ত কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। এই ছবিতে অভিনয় করেছেন - বোধিসত্ত্ব মজুমদার, শান্তনা বসু, নবমিতা, অভিক ভট্টাচার্য্য, রিম, সাদ্দাম, ধনঞ্জয় , দাউদ, সৌমেন থেকে শুরু করে বহু অভিনেতা অভিনেত্রীরা। পুজোর আগে একেবারে ভালোবাসার গল্প নিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখার মত ছবি এটি। আর দর্শকদের এত ভালোলাগবে ভাবতে পারিনি। খুব খুশি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বললেন ছবির পরিচালক মহম্মদ দাউদ হোসেন।

Leave a Reply

Translate »