মুর্শিদাবাদের ঐতিহাসিক শহরকে বাঁচাবার জন্য 2010 সালে তৈরি হয়েছিল মুর্শিদাবাদ হেরিটেজ ডিপারমেন্ট সোসাইটি - G Tv { Go Fast Go Together)
মুর্শিদাবাদের ঐতিহাসিক শহরকে বাঁচাবার জন্য 2010 সালে তৈরি হয়েছিল মুর্শিদাবাদ হেরিটেজ ডিপারমেন্ট সোসাইটি

মুর্শিদাবাদের ঐতিহাসিক শহরকে বাঁচাবার জন্য 2010 সালে তৈরি হয়েছিল মুর্শিদাবাদ হেরিটেজ ডিপারমেন্ট সোসাইটি

REPORTED BY:- BINOY ROY

মুর্শিদাবাদ হেরিটেজ ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট সন্দীপ বাবু বলেন এই 12 বছরে নানান রকম প্রোগ্রাম প্রতি বছরে করা হয়েছে। শেষ যে সেমিনার করা হয়েছিল তাতে বাইরের 22টি দেশ অংশগ্রহণ করেছিলেন,তিনি আরোও বলেন প্রতিবছরই এই হেরিটেজ উৎসব করা হয়। তিনি বলেন আমাদের এই জেলা খুব গর্বের ব্যাপার মুর্শিদাবাদ একটি ডেস্টিনেশন তৈরি হয়ে যাচ্ছে। আমাদের এইখানে খুব ভালো ভালো জায়গা আছে যেমন হাজারদুয়ারি, মুর্শিদাবাদের মতিঝিল এবং কাঠগোলার বাগান যে হেরিটেজ উৎসব ১১ থেকে ১৩ ই মার্চ পর্যন্ত চলবে, এখানে কোন টিকিটের ব্যবস্থা থাকবে না, ফ্রী ফর অল। সুতরাং সবাইকে উপস্থিত থাকার জন্য বললেন মুর্শিদাবাদ হেরিটেজ ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট সন্দীপ বাবু ।

Leave a Reply

Translate »