মুর্শিদাবাদে দ্বিতীয় দিনের বাসের কর্মবিরতির ফলে নাজেহাল সাধারণ মানুষজন। অনির্দিষ্টকালের জন্য সোমবার থেকে মুর্শিদাবাদ জেলাতে বেসরকারি বাসের কর্ম বিরতির ডাক দিয়েছেন বেসরকারি বাস মালিক সংগঠন। মঙ্গলবার দ্বিতীয়দিনেও অব্যাহত বাসের কর্মবিরতি। যার কারণে নাজেহাল হলো সাধারণ মানুষদের। বেআইনিভাবে অটো ও টোটো দৌরাত্ম্যের কারণে বেসরকারি বাসের যাত্রী সংখ্যা কমে আসছে। এছাড়াও জাতীয় সড়কের ওপরে টোলে জুলুমবাজি অব্যাহত রয়েছে। সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য মুর্শিদাবাদ জেলাতে বেসরকারি বাসের কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো প্রশাসনিকভাবে সদুত্তর না পাওয়ার কারণে অব্যাহত রয়েছে বাস ধর্মঘট বলে জানিয়েছেন বাস অনার্স কাউন্সিল সেক্রেটারি তপন কুমার অধিকারী।