মেঘমিতা ইনস্টিটিউট অফ কালচার ও কলাঙ্গন এর যৌথ উদ্যোগে সম্প্রতি ফনি ভূষণ বিদ্যা বিনোদ যাত্রা একাডেমী মঞ্চে অনুষ্ঠিত - G Tv { Go Fast Go Together)
মেঘমিতা ইনস্টিটিউট অফ কালচার ও কলাঙ্গন এর যৌথ  উদ্যোগে সম্প্রতি ফনি ভূষণ বিদ্যা বিনোদ যাত্রা একাডেমী মঞ্চে  অনুষ্ঠিত

মেঘমিতা ইনস্টিটিউট অফ কালচার ও কলাঙ্গন এর যৌথ উদ্যোগে সম্প্রতি ফনি ভূষণ বিদ্যা বিনোদ যাত্রা একাডেমী মঞ্চে অনুষ্ঠিত

Reported By:-Mrityunjay Roy

মেঘমিতা ইনস্টিটিউট অফ কালচার ও কলাঙ্গন এর যৌথ উদ্যোগে সম্প্রতি ফনি ভূষণ বিদ্যা বিনোদ যাত্রা একাডেমী মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল মহান সংগীতশিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী এবং সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মরণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্যাকসোফোন বাদক মাইকেল ব্যানার্জি, ভাস্কর দেবাশিস মৌলিক চৌধুরী , অভিনেতা জয় ভট্টাচার্য , লেখক অনির্বাণ মিত্র , গায়ক অভিষেক কুমার মিত্র , ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়,আন্তর্জাতিক নৃত্য শিল্পী মেঘমিতা মিত্র প্রমুখ। মেঘমিতা মিত্র একজন সফল ও প্রতিষ্ঠিত কত্থক শিল্পী। দেশে বিদেশে প্রচুর সম্মান পেয়েছেন। তাঁরই সংস্থা মেঘমিতা ইনস্টিটিউট অফ কালচার ও কলাঙ্গন দীর্ঘ বছর ধরে প্রচুর উদীয়মান নৃত্য শিল্পীর জন্ম দিয়েছে। এইবার তারা অভিনেতা জয় ভট্টাচার্যের এন জি ও র সাথে যুক্ত হয়ে পাড়াতে পাড়াতে নাচের পরিবেশ সৃষ্টি করতে চলেছে। অনুষ্ঠান জমে যায় মেঘমিতার নাচ আর মাইকেল দার বাজনা তে। লেখক অনির্বাণ মিত্র পরিবেশন করেন কিশোর কুমারের গান। অনুষ্ঠান শেষে মেঘমিতার বক্তব্য তাঁর সব কিছুর পিছনে মা আর বাবার ভূমিকা সর্বাধিক।সব মিলিয়ে বলা যেতেই পারে দর্শকরা এক জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার পেয়েছেন।

Leave a Reply

Translate »