Reported By : News Desk
১৩ ই ফেব্রুয়ারি, সোমবার, শনিবার ও রবিবার দুদিন ব্যাপী দিবারাত্র ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাব। শনিবার এই ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী উপস্থিত ছিলেন, সাংসদ সৌগত রায়, বিধায়ক মদন মিত্র, বিধায়ক তাপস রায়, কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা,৮নং ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু ঘোষাল, শুভরূপ মিত্র, জয়ন্ত ঘোষ,রাহুল গুপ্তা, প্রিয়ান্ত সিং, জ্যায়ান্ত সিং,এছাড়াও অনেক বিশিষ্ঠ ব্যাক্তিরা।