রক্তদান শিবির ও কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করা হয় জঙ্গিপুরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের – G Tv { Go Fast Go Together)
রক্তদান শিবির ও কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করা হয় জঙ্গিপুরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রক্তদান শিবির ও কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করা হয় জঙ্গিপুরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Reported By : Anuradha Moitra ৫ ই জানুয়ারি, বৃহস্পতিবার, কলকাতার এক নিম্ন মধ্যবিত্ত সনাতন ব্রাহ্মণ পরিবারে ১৯৫৫ সালের ৫ ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পিতার নাম প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত অল্প বয়সেই ১৯৭০ সালে কংগ্রেস আই দলে তার রাজনৈতিক কর্মজীবনের সূচনা হয়েছিল। ১৯৮৪ সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বর্ষিয়ান কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে তিনি সাংসদ নির্বাচিত হন। ১৯৯৭ সালে তিনি কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস স্থাপন করেছিলেন এবং ১৯৯৯ সালে মমতা বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়াতে শামিল হন। এই জোট সরকার গঠন করলে তিনি রেলমন্ত্রী মনোনীত হন। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসনের মধ্যে একাই ১৯ টি আসনে জয়লাভ করেন। ২০১১ সালে পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেসের সঙ্গে যৌথভাবে পতিত্য নেতা করে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে এককভাবে ১৮৪ টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সেসময় মমতা বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর রূপে শপথ গ্রহণ করেন। ২০১৬ সালে ২৯৪ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একক ভাবে ২১১ টি আসনে জয় লাভ করে। তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দোপাধ্যায় পুনরায় মুখ্যমন্ত্রীর পদে শপথ পাঠ করেন। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল স্তর থেকে আজীবন সংগ্রাম করে উঠে এসে আজ তিনি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে আসেন। মমতার নামের পাশে জননেত্রী, অগ্নিকন্যা বিশেষণ গুলি বসেছে যোগ্য কারণে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৮ তম জন্মদিন। আর এই জন্মদিন পালন করল খরগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ৬৮ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হল। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান, মন্ত্রী আখরুজ্জামান, বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, বিধায়ক আশিস মার্জিত সহ অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দ।

Leave a Reply

Translate »