Reported By : Masud Rana
১৭ ই মে, বুধবার, মুর্শিদাবাদের ভরতপুর থানার মুনসুপুর এলাকায় রেশন দোকানে সামগ্রী কম দেওয়ায় রেশন বাজেয়াপ্ত করল পুলিশ। জানা যায়, বুধবার অর্থাৎ আজ সকালে মুনসুপুর গ্রামের, রেশন ডিলার রেশন সামগ্রী বন্টন করছিল, ঠিক তখনই হঠাৎ ভরতপুর থানার পুলিশ আসে এবং ওই রেশন দোকানের সমস্ত রেশন সামগ্রী বাজেয়াপ্ত করে ভরতপুর থানায় নিয়ে চলে যায়।