শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েই শেষ হলো এ বি পি টি এ র জেলা সম্মেলন – G Tv { Go Fast Go Together)
শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েই শেষ হলো এ বি পি টি এ র জেলা সম্মেলন

শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েই শেষ হলো এ বি পি টি এ র জেলা সম্মেলন

Reported By: তুষার কান্তি খান

YouTube Link: https://youtu.be/V_pbfETbx7s

শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েই শেষ হলো এ বি পি টি এ র জেলা সম্মেলনতুষার কান্তি খান, বহরমপুর,৪ঠা সেপ্টেম্বর :শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়ে শেষ হলো এবিপিটিএ এর ৪৩তম মুর্শিদাবাদ জেলা সম্মেলন। সংগঠনের রাজ্য সম্পাদক মোহনদাস পন্ডিত উদ্বোধনী ভাষণে রাজ্য ও কেন্দ্র সরকারের শিক্ষানীতির তীব্র সমালোচনা করে বলেন উভয় সরকারই শিক্ষাকে বেসরকারিকরণের পথে নিয়ে যাচ্ছে।রাজ্য সরকারের শিক্ষাঙ্গনে দুর্নীতির তীব্র সমালোচনা করেন। । এছাড়াও বক্তব্য রাখেন গণ আন্দোলনের নেতা তুষার দে ভবেশ মন্ডল সহ আরো অনেকে।

৩ ও ৪ সেপ্টেম্বর শিল্প তালুক জলসা ঘরে অনুষ্ঠিত হয়ে গেল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ৪৩ তম জেলা সম্মেলন।সম্মেলন স্থলের নামকরণ করা হয় প্রয়াত কমরেড বিধান ব্যানার্জীর নাম অনুসারে,মঙ্চের নামকরণ করা হয় প্রয়াত কমরেড তরুণ মজুমদারের নাম অনুসারে।এরপর সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক নবেন্দু সরকার।সম্পাদকীয় প্রতিবেদন এর ওপর আলোচনা করেন ১২ জন প্রতিনিধি।সম্মেলনের দ্বিতীয় দিন প্রাথমিক শিক্ষকরা পায়ে হেঁটে সম্মেলন লাগোয়া কিছু অঞ্চল পরিক্রমা করে।সম্মেলন শেষে ১৪৯ জন এর জেলা পরিষদ ,৫১ জনের জেলা কমিটি ও ১৫ জনের সম্পাদক মন্ডলী গঠিত হয়। সভাপতি হন মাহামাদুল হোসেন ও সম্পাদক নির্বাচিত হন নবেন্দু সরকার।

Leave a Reply

Translate »