“শ্রাবন্তী পুত্রে”-র প্রেমিকার সঙ্গে জন্মদিন পালন !

“শ্রাবন্তী পুত্রে”-র প্রেমিকার সঙ্গে জন্মদিন পালন !

Reported By:-  Subham Roy

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। খুব অল্প বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত অভিনেত্রী। প্রায় এক দশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। তবে অভিনয়ের থেকে বেশি তিনি চর্চিত হন ব্যক্তিগত জীবন নিয়ে। পরপর ৩ টি বিবাহবিচ্ছেদের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। বর্তমানে একাই থাকেন তিনি। তবে তার দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে তার সঙ্গে থাকেন তার একমাত্র পুত্র অভিমন্যু ওরফে ঝিনুক। তাকেও কমবেশি সকলেই চেনেন। প্রেম ও প্রেমিকার বিষয়ে মায়ের মতোই খোলামেলা ঝিনুক। খুব বেশি রাখঢাক তার অপছন্দের। বরাবর এসব নিয়ে অকপট থেকেছেন তিনি। মা’ও এই বিষয়ে ছেলেকে বন্ধুর মতোই সাপোর্ট করেন। ইতিমধ্যে অনেকেই জানেন ঝিনুকের প্রেমের কাহিনী। বর্তমানে উদীয়মান মডেল দামিনী ঘোষের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ঝিনুক। অনেকবার তাদের একসাথে দেখা গেছে। সামাজিক মাধ্যমেও তাদের মাখোমাখো প্রেমের গল্প বেশ ঘুরে বেড়ায়। আর এবার জন্মদিনে প্রেমিকার থেকে উষ্ণ অবসর কাটালেন ২১-শে পা দেওয়া ঝিনুক। সম্প্রতি, ১৪ ই আগস্ট ছিল শ্রাবন্তীর পুত্র ঝিনুকের জন্মদিন। আর এই জন্মদিনে বিদেশে গিয়ে অন্তরঙ্গ সময় কাটালেন ঝিনুক। তার এই ট্রিপে ছিল তার প্রেমিকাও। আর এদিন দুজনকে একসাথে সুইমিং পুলে উষ্ণ সময় কাটাতে দেখা যায়। পাশাপাশি, জন্মদিনে চকোলেট কেক কেটেও চলে সেলিব্রেশন। আর তাদের এই উদযাপন হল থাইল্যান্ডের মাটিতেই। সম্প্রতি এই ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে মাখোমাখো প্রেমে হাবুডুবু খেতে দেখা গেছে দুজনকেই। প্রসঙ্গত, শ্রাবন্তী ও তাঁর প্রথম স্বামী রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান হলেন অভিমন্যু, যার ডাকনাম ঝিনুক। ছেলের সঙ্গে মাত্র ১৭ বছরের বড় মা শ্রাবন্তী। আর সেই কারণেই ছেলের সঙ্গে রয়েছে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই ছেলের প্রেমের সম্পর্ক নিয়েও বেশ খোলামেলা তিনি। কিছুদিন আগে এই বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কুছ তো লোগ কহেঙ্গে! আমার জীবন একটাই, আমি তো ভুল কিছু করছি না।’

Leave a Reply

error: Content is protected !!