Skip to content
শ্লীলতা হানির অভিযোগ এক স্কুল কর্মীর বিরুদ্ধে

শ্লীলতা হানির অভিযোগ এক স্কুল কর্মীর বিরুদ্ধে

৪ ঠা নভেম্বর, শুক্রবার অর্থাৎ আজ বহরমপুরের গোরাবাজার শিল্প মন্দির উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন অশিক্ষক কর্মচারী "সৈকত ভট্টাচার্য" স্কুলের ছাত্রীদের ব্যাগ দেবার সময় এই দুষ্কর্ম করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনাটিকে কেন্দ্র করে স্কুল চত্ত্বরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিভাবকদের দাবি, দোষীকে কড়া শাস্তি দিতে হবে। অভিভাবকদের বক্তব্য, এইভাবে চলতে থাকলে তারা কোন ভরসায় মেয়েদের স্কুলে পাঠাবেন? ঘটনা স্থলে বহরমপুর থানার পুলিশ ও মহিলা থানার পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। প্রধান শিক্ষিকা মৃন্ময়ী ঘোষ জানান, দেড় বছর আগে কাতলামারি হাই স্কুল থেকে উনি এই স্কুলে ট্রান্সফার নিয়ে এসেছেন। এজন্য ওনার ব্যবহার সম্বন্ধে তিনি কিছুই জানতেন না। আজকে হঠাৎ এরকম আচরনের জন্য তিনি নিজে থানায় গিয়ে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!