Reported By : Masud Rana
২৮ শে ডিসেম্বর, বুধবার, মুর্শিদাবাদের জলঙ্গির সাদিখানদেয়ার নওদাপাড়া এলাকায় স্ত্রীর মর্যাদা পেতে ধর্ণায় বসলেন এক যুবতী। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। জানা যায়, গত পাঁচ বছর ধরে দুজনের প্রেমের সম্পর্ক ছিল। এরপর গত দু'বছর আগে রেজিস্ট্রি বিয়ে করে ওই দুই যুবক-যুবতী। এমনকি স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বানানো হয় ওই যুবতীর পাসপোর্ট। প্রথম দিকে বিয়ে মানতে চাইনি ছেলের পরিবার। কিন্তু পরবর্তীতে ছেলের পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠছিল ওই যুবতী ঝুম্পা খাতুনের। কিছুদিন আগেই সরকারি স্কুল শিক্ষকের চাকরি পাই যুবক তৌফিক আহমেদ। চাকুরি পাওয়ার পরেই নাকি স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করে তৌফিক। হঠাৎ স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনেরা মানতে নারাজ হওয়ায় স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসলেন ওই যুবতী। যদিও তৌফিক আহমেদের পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পলাতক। এরপর ওই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছোয় জলঙ্গি থানার পুলিশ।