১৭ ই আগস্ট, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বললেন, তৃণমূলের নেতা যদি কিছু করে তখন তারা এরেস্ট হওয়ার বদলে তাদেরকে পাশে বসিয়ে বিরিয়ানি, পোলাও খাওয়ানো হয়। এছাড়াও তিনি আরো বললেন কংগ্রেস চাই চোর ধরা পড়ুক। বিলম্ব নয় চোর ধরতে বিলম্ব হওয়া উচিত। এছাড়াও তিনি বললেন সেখানে বিচারপতিরা বরাবরই চাইছে যারা অপরাধী যারা দুর্নীতি করেছে তারা ধরা পড়ুক, কিন্তু যারা ধরবে তাদের সঙ্গে লুকোচুরি খেলা চলছে, তৃণমূলের বিভিন্ন নেতারা আমেরিকা ও দিল্লি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে যখনই তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট আসছে। এবং এই বাংলার মানুষ লুকোচুরি খেলার গোলকধাঁধায় আবদ্ধ হয়ে পড়েছে।