Skip to content
সাংবাদিক বৈঠক এস এফ আই এর রাজ্য সম্পাদক শ্রীজন ভট্টাচার্যের

সাংবাদিক বৈঠক এস এফ আই এর রাজ্য সম্পাদক শ্রীজন ভট্টাচার্যের

REPORTED BY:- BINOY ROY

সাংবাদিক বৈঠক এস এফ আই এর রাজ্য সম্পাদক শ্রীজন ভট্টাচার্যের। তিনি বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় এসে অর্ডিন্যান্স করে ইলেকটেড স্টুডেন্ট রিপ্রেজেনটেটিভ দের বাদ দিয়ে দিয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি থেকে। বাম আমলে সকলেই সেখানে থাকতো। কিন্তু তৃণমূল সরকার ব্যাকডোর দিয়ে অন্য ক্যাণ্ডিডেটদের গর্ভর্নিং বডিতে ঢুকিয়েছে। এর বিরোধীতা করছি। পাশাপাশি আনিস খানের মৃত্যূ নিয়ে সিটের তদন্তেরও তীব্র বিরোধীতা করেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!