এই মহতী উদ্যোগের কান্ডারী শ্রীমতি সীমা মুখোপাধ্যায়, যিনি একাধিক বার ঋত্বিক ঘটক স্মৃতি পুরস্কার প্রাপ্ত (১৯৮৫,২০০০)তথা অজস্র জাতীয় সম্মান ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির (১৯৯২)পুরস্কার প্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব । তাঁর নিজস্ব দল রঙ্গরূপ এর নাট্য নির্দেশনা প্রযোজনা ছাড়াও সংলাপ, চেতনা ,অন্য থিয়েটার ইত্যাদি সমস্ত সুপ্রতিষ্ঠিত থিয়েটার দলের সঙ্গে অভিনেতা হিসেবে যুক্ত।