সামনেই পুজো আর পুজোর মুখে চোরের উপদ্রব বাড়ছে এলাকায়

সামনেই পুজো আর পুজোর মুখে চোরের উপদ্রব বাড়ছে এলাকায়

Reported By : Binay Roy
৪ঠা অক্টোবর, বুধবার, মুর্শিদাবাদের কান্দি থানার ৬ নম্বর ওয়ার্ডে ছাতিনা কান্দি এলাকায় বাড়ছে চোরের উপদ্রব। সামনেই পুজো আর পুজোর মুখে চোরের উপদ্রব বাড়ছে এলাকায়। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদে কান্দি থানার ৬ নম্বর ওয়ার্ডে ছাতিনা কান্দি এলাকার ঘটনা। বাইরে দিনের কাজ সেরে রাতে বাড়ি ফিরে গৃহকর্তার নজরে পড়ে বাড়ির তালা ভেঙে চুরি গিয়েছে যথাসর্বস্ব। বিষয়টি জানাজানি হলে দুর্ধর্ষ এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কান্দি থানার পুলিশ। ঘটনায় গৃহকর্তার বক্তব্য- প্রত্যেক দিনের মতো এদিন সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান নিজের কাজে। দুপুরে বাড়ি ফিরে খাওয়াদাওয়া সেরে যথারীতি বাড়ি বন্ধ করে পুনরায় তিনি চলে যান নিজের কাজে। এরপর রাতে বাড়ি তিনি দেখেন- বাড়ির একাধিক দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরে ৩টি আলমারি ভেঙে টাকাপয়সা সহ বেশকিছু সোনার গয়না ও দামী জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতিরা। চুরির খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চুরির ঘটনার তদন্ত শুরু করে কান্দি থানার পুলিশ। যদিও কে বা কারা জড়িত রয়েছে এই চুরির ঘটনায়- সেই বিষয়টি এখনও পর্যন্ত রয়েছে ধোঁয়াশায়। তবে পুজোর মুখে চোরের উপদ্রব যে রীতিমতো বাড়ছে এলাকায়- এই বিষয়ে যথেষ্টই আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

Leave a Reply

error: Content is protected !!