তৃণমূলের মিশন দিল্লির দ্বিতীয় দিনের ধর্না কর্মসূচি - G Tv { Go Fast Go Together)
তৃণমূলের মিশন দিল্লির দ্বিতীয় দিনের ধর্না কর্মসূচি

তৃণমূলের মিশন দিল্লির দ্বিতীয় দিনের ধর্না কর্মসূচি

Reported By : মোহাম্মদ জাকারিয়া
৩ রা অক্টোবর, মঙ্গলবার, দুপুর ১টা থেকে দিল্লির যন্তর মন্তরে শুরু হয় তৃণমূলের ‘মিশন দিল্লি’র দ্বিতীয় দিনের ধর্না কর্মসূচি। তৃণমূল সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের কাছে গরীব মানুষের ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার পাওনা বকেয়া টাকার দাবীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্না মঞ্চে দিল্লি চলো কর্মসূচির আয়োজন করা হয়। এবং এই কর্মসূচি লাইভ সম্প্রচারের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের পাশাপাশি দোমোহোনা পঞ্চায়েতের দোমোহনা বাস স্ট্যান্ডের পাশে সেই লাইভ টেলিকাস্ট দেখানো হয়। এছাড়াও কর্মসূচি সফল করতে দিল্লি গিয়েছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, জেলা বিভিন্ন বিধায়কের পাশাপাশি করণদীঘির বিধায়ক গৌতম পাল, দোমোহনা এর কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণ সিংহ রায় চৌধুরী, করণদিঘী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি খগেন দাস, ব্লক সাধারণ সম্পাদক সেখ মুনটু, দোমোহনা পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি আবদুল রেজ্জাক, দোমোহনা অঞ্চল সভাপতি সেখ মানারুল ও লালন সিংহ, অঞ্চল যুব সভাপতি সাহিদ খান সহ বিভিন্ন পঞ্চায়েতের মেম্বার ও তৃণমূল নেতাকর্মীরা।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ মুনটু জানান ১০০ দিনের কাজের টাকা রাজ্যকে কেন্দ্র সরকার দিচ্ছে না তার প্রতিবাদে আজকের আমরা ধরনা দিচ্ছি। দোমোহনা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাহিদ খান জানান পশ্চিমবঙ্গের দুই কোটি মানুষের ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, যার ফলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে দিল্লি চলো কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। তার সরাসরি সম্প্রচার এদিন দোমোহনা থেকে দেখানো হয়।

Leave a Reply

Translate »