“সৃজলার” ফটোশুট ভ্যানিটি ভ্যানের ভিতর !

“সৃজলার” ফটোশুট ভ্যানিটি ভ্যানের ভিতর !

Reported By:- Subham Roy

সৃজলা গুহ (Srijla Guha)-কে প্রায় এক বছর হল ছোট পর্দায় মুখ্য চরিত্রে দেখা যায়নি। বাংলা ধারাবাহিক ‘মন ফাগুন’-এ পিহু চরিত্রে অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছিলেন সৃজলা। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও ডেবিউ ধারাবাহিক ‘মন ফাগুন’-এর মাধ্যমে অভিনয়ে ফোকাস করেছিলেন তিনি। তবে ‘মন ফাগুন’ অফ এয়ার হয়ে যাওয়ার পর কয়েকটি রিয়েলিটি শোয়ে অতিথি হিসাবে তাঁকে দেখা গিয়েছে। চলতি বছর ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে সৃজলাকে ক্যামিও করতে দেখা গিয়েছিল হোলি স্পেশ্যাল এপিসোডে। বারবার ছোট পর্দায় তাঁর ফিরে আসার কথা শোনা গেলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সাথে যোগাযোগ বজায় রাখেন সৃজলা। শেয়ার করে নেন জীবনের বিভিন্ন মুহূর্ত, নিজের বিভিন্ন ফটোশুট ও ইন্সটাগ্রাম রিল। সম্প্রতি আরও কয়েকটি নতুন ছবি শেয়ার করেছেন সৃজলা।

Leave a Reply

error: Content is protected !!