Skip to content
সেন্ট অ্যানস ফ্রী প্রাইমারি স্কুলের বাচ্চাদের হাতে খাদ্য সামগ্রী

সেন্ট অ্যানস ফ্রী প্রাইমারি স্কুলের বাচ্চাদের হাতে খাদ্য সামগ্রী

Neyer Darpan ও Inner Eye এর যৌথ উদ্যোগে সেন্ট অ্যানস ফ্রী প্রাইমারি স্কুলে ২৫০ জন বাচ্চাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “ন্যায়ের দর্পন”এর কর্ণধার বিশিষ্ট অভিনেত্রী ও চিত্রপরিচালিকা শিউলি রামানি গোমস এবং “ইনার- আই” এর কর্ণধার তথা বিশিষ্ট সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক বিমল দে, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, নিত্য শিল্পী নুপুর মুখার্জী,ভারতের প্রাক্তন ফুটবলার হোসেন মুস্তাফি সহ আরো অনেকে।। পরিচালক বিমল দে বলেন এই কোভিড পরিস্থিতিতে বাচ্চাদের অবস্থা সবথেকে খারাপ। তাদের পড়াশোনা সবথেকে খারাপের দিকে যাচ্ছে আমাদের উচিত সেদিকে লক্ষ্য রাখা।। বিশিষ্ট অভিনেত্রী ও চিত্রপরিচালিকা শিউলি রামানি গোমস বলেন তিনি এই ধরনের কাজ করতে খুব ভালোবাসেন এবং সব সময় এই ধরনের কাজে তিনি লিপ্ত থাকেন।। তিনি আরো বলেন পরবর্তী সময়ে এই বাচ্চাদের দুপুরে খাওয়ার দেওয়ার ব্যবস্থা করবেন।। এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন স্কুলের সিস্টার স্বপ্না বিশ্বাস।। সমগ্র অনুষ্ঠানটি কোভিড বিধি মেনেই অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!