‘ইন্ডাস্ট্রির প্রকৃত খান ইউসুফ সাহাব,’ Dilip Kumar-কে হারিয়ে শোকস্তব্ধ বলিউড – G Tv { Go Fast Go Together)
‘ইন্ডাস্ট্রির প্রকৃত খান ইউসুফ সাহাব,’ Dilip Kumar-কে হারিয়ে শোকস্তব্ধ বলিউড

‘ইন্ডাস্ট্রির প্রকৃত খান ইউসুফ সাহাব,’ Dilip Kumar-কে হারিয়ে শোকস্তব্ধ বলিউড

বুধবার সকালে বলিউডের ঘুম ভাঙল খারাপ খবর শুনে। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ৯৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার (Dilip Kumar Death)। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণের খবর তাঁরই টুইটার হ্যান্ডেলে জানান ফইজল ফারুক। সকাল ৮টা নাগাদ খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে বলিউড। ইন্ডাস্ট্রির অনেকেই শোকাবার্তা জ্ঞাপন করেছেন,পরিচালক মনোজ বাজপেয়ী, মধুর ভান্ডারকর, সুভাষ ঘাইসহ অন্যান্যরাও।যুগের অবসান, মনে করছেন বলিউডের প্রত্যেকে। ইউসুফ খান থেকে নায়ক দিলীপ কুমার। ইন্ডাস্ট্রির প্রকৃত খান তিনিই ছিলেন বলেও মত প্রকাশ একাংশের। পাঁচ দশকেরও বেশি সময় কাটিয়েছেন ইন্ডাস্ট্রিতে। ‘মুঘল এ আজম’, ‘দেবদাস’, ‘নয়া দৌড়’, ‘রাম অর শ্যাম’- একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ১৯৯৮ এ শেষ বড় পর্দায় ‘কুইলা’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। শোকজ্ঞাপন করেছেন শাহিদ কাপুর, রিতেশ দেশমুখসহ অন্যান্য তারকারাও।টুইটারে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। লেখেন, চলচ্চিত্রের একটা প্রতিষ্ঠান চলে গেল। ভারতীয় সিনেমার ইতিহাসের চিরস্মরণীয় পর্যায় হয়ে থাকবেন দিলীপ কুমার। পরিবারের প্রতি সমবেদনা। ভগবান ওঁদের শক্তি দান করুন। ওঁর আত্মার চিরশান্তি কামনা করি। গভীরভাবে শোকাহত। আরও একটি টুইটে অমিতাভ লেখেন, স্বর্ণযুগের পর্দা নামল। আর জীবনে যা হবে না।

Leave a Reply

Translate »
Call Now Button