Skip to content
১১ তম বঙ্গ শিরোমনি সম্মান প্রদান ২০২১

১১ তম বঙ্গ শিরোমনি সম্মান প্রদান ২০২১

 

বাংলার মহান ব্যক্তিদের কর্মকৃষ্টি ভূমিকাকে সম্মান জানাতে রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও এম পি বিড়লা ফাউন্ডেশন ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারী স্কুলের যৌথ উদ্যোগে ১১তম বঙ্গ শিরোমণি সন্মান প্রদান উৎসব হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। এই অনুষ্ঠান প্রদীপ জ্বেলে শুভ সূচনা করলেন সংস্হার সভাপতি স্বপন সমাদ্দার , সংস্হার সম্পাদক অনুপ কুমার ‌বর্ধন, উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেস এর এস,সি,সেল পর্যবেক্ষক ও উপদেষ্টা মানস মুখার্জি, সংস্হার কালচারাল সম্পাদক মৌসুমী বর্ধন, এম পি বিড়লা ফাউন্ডেশন এর জেনারেল ম্যানেজার সুরেন্দ্র কুমার সিং।২০২১ সম্মানিত হয়েছে চিত্র ধ্বনি‌ প্রোডাকশন , গায়িকা কমলিকা ভট্টাচার্য্য,এম পি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারী স্কুল, রাজেশ দে , কৃষ্ণপ্রসাদ পাত্র, অনির্বাণ গাঙ্গুলী,অন্তরা রায় ভট্টাচার্য্য, সুনীল কোঠারী, শম্ভুনাথ ভৌমিক,শ্যামল তালুকদার, তনুশ্রী ধর, জয়দেব শাস্ত্রী,

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত রায় চৌধুরী,সন্দীপ বাগ,রিয়া দাস,সুশান্ত রায় প্রমুখ।
সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন অনুপ বর্ধন ও দেবব্রত রায় চৌধুরী।

Leave a Reply

error: Content is protected !!