২৪ ঘন্টায় ১০টি শিশুর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে - G Tv { Go Fast Go Together)
২৪ ঘন্টায় ১০টি শিশুর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে

২৪ ঘন্টায় ১০টি শিশুর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে

Reported By : Binay Roy

৮ই ডিসেম্বর, শুক্রবার, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় মোট ১০টি শিশুর মৃত্যু হয়েছে। এই মুহুর্তে এখানে ভর্তি থাকা ৬০ শতাংশ শিশুর মৃত্যু হচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৩০ শতাংশ শিশু, আর সুস্থ রয়েছে মাত্র ১০ শতাংশ শিশু বলে দাবি জানাচ্ছে- মৃত শিশুদের পরিবার সদস্যরা। এদিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি- জেলার বেশিরভাগ হাসপাতাল থেকে এখানেই পাঠানো হচ্ছে এই সমস্ত রোগীদের। ফলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিকাঠামোর তুলনায় রোগীর সংখ্যা বাড়ছে রীতিমতো হারে। যদিও এই শিশু মৃত্যুকে কেন্দ্র করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে SNCU বিভাগে কাজ চলার জন্য সেখান থেকেও রেফার করা হচ্ছে রোগীদের বলে জানিয়েছেন- মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অমিত দাঁ। যদিও এই বিষয়ে জঙ্গীপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের দাবি- গত ৪৮ ঘন্টায় এমন কোনো রোগী রেফার করা হয়নি সেখান থেকে। ফলে স্বাভাবিক ভাবে একটা বিতর্ক তৈরি হচ্ছে জঙ্গীপুর মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে। সর্বোপরি এই বিষয়ে যথারীতি রিপোর্ট পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরে বলে জানিয়েছেন- মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অমিত দাঁ। তবে সব শেষে এটা বলা যেতেই পারে- অন্যান্য জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য ব্যবস্থাও যে সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে- তা আর বলার অপেক্ষা রাখেনা।

Leave a Reply

Translate »